ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে স্কুল গভর্নিং বডির নির্বাচনে দুর্নীতির অভিযোগ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গভর্নিং বডির নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আগের কমিটি বহাল রেখে আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

অবিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি পদে যারা নির্বাচন করছেন তারাই এই অভিযোগ তুলেছেন। তারা জানান, আগের কমিটির সভাপতি আব্দুস সালাম বাবু ও অধ্যক্ষ কোটি কোটি টাকার অনিয়ম, দুর্নীতি আড়াল করতে নতুন কমিটিতে তাদের মনোনীতদের বিজয়ী করার লক্ষ্যে নানা অপকৌশল করে যাচ্ছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মৃত ব্যক্তি এবং একই শিক্ষার্থীর অভিভাবক হিসেবে একাধিক ভোটারের নাম স্থান পেয়েছে এবারের ভোটার তালিকায়। 

 

 

 

AS/SA/MR
আরও পড়ুন