বিডিআর বিদ্রোহ মামলার ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

বিডিআর বিদ্রোহ মামলায় নিয়োগপ্রাপ্ত ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

গত ৫ সেপ্টেম্বর উপ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত এ তথ্য জানা যায়। 

আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় ১৭ জনের বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো।

১৭ জনের বিশেষ প্রসিকিউটরের মধ্যে মোশাররফ হোসেন কাজল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, শেখ বাহারুল ইসলাম ও গাজী জিল্লুর রহমানকে ডেপুর্টি  অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এবং বাকীদের সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছিল। 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। বিদ্রোহের নামে বিডিআর সদস্যদের হাতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

MMS
আরও পড়ুন