ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুন্সীগঞ্জে শিয়ালের কামড়ে ১২ জন হাসপাতালে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ এএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে শিয়ালের কামড়ে জখম ১২ জন জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে একটি পাগলা শিয়াল আকস্মিক লোকালয়ে প্রবেশ করে যাকে  পেয়েছে তাকেই কামড়ায়। গ্রামবাসী শিয়ালটি মারার জন্য ধাওয়া করেও পায়নি, আবার জঙ্গলে ফিরে যায়  শিয়ালটি। তাই আবার কখন হানা দেয় সেই শঙ্কায় গ্রামবাসী এখন আতঙ্কিত।

আহতদের মধ্যে তিন জন নারী রয়েছেন। আহত মধ্য মহাকালী গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, স্থানীয় একটি মুদি দোকানের সামনে তারা কয়েকজন ছিলেন। সকলকেই কামড়িয়েছে শিয়ালটি। তবে ভেতরে থাকায় দোকানী রক্ষা পান। একটি শিয়ালই প্রথমে মধ্য মহাকালী এবং পরে লাগঘেষা নাহাপাড়া গ্রামের কয়েকজনকে কামড়ে পালিয়ে যায়।
 
মুন্সীগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়। আহতদের মধ্যে রয়েছন- সাদিয়া আক্তার সাইমা (২০), আরবি আক্তার (১৮),  নাজমা সুলতানা (৪৫) , আনোয়ার হোসেন (৫০), আমিনুল হক (৭০), মোঃ সুমন শেখ, (২৭), মো.  জান শরিফ মৃধা (৫০), সিমথী মুনি (১৫), রুপকোনা (৮০), দীপ মন্ডল ( ২৩) ও মো. দেলোয়ার হোসেন (৪৬)।

MMS
আরও পড়ুন