ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অপরাধ নিয়ন্ত্রণে ক্র্যাব ও ডিএমপি কাজ করে যাচ্ছে: ডিএমপি কমিশনার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে। তেমনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বিভিন্নভাবে অপরাধ বিষয়ক সংবাদ ও তথ্য দিয়ে পুলিশকে সহায়তা  করছে, যা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের জন্য সহায়ক হচ্ছে। মহানগরবাসীর নিরাপত্তা বিধানে পুলিশ ও সাংবাদিক এক সাথে কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

রোববার (২৯ সেপ্টেম্বর) পল্টন আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪’ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী সংগঠন, যেটি বহুদিন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি একত্রে কাজ করে যাচ্ছে। আনন্দ বিনোদনের জন্য আজকে এ খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই প্রফুল্ল থাকে। নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক আরও বৃদ্ধি পায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে থাকে।

তিনি আশা প্রকাশ করে বলেন, দুটো সংগঠনের মধ্যে যে সুসম্পর্ক ঐতিহ্যগতভাবে ছিল এটা থাকবে এবং সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আজকের এ সুন্দর খেলার আয়োজন করার জন্য আয়োজক সংস্থা ও সম্মানিত সকল সাংবাদিকগণকে আন্তরিক ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।

MB/FI
আরও পড়ুন