ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বব্যাংকের অর্থায়নে ভৈরবে আন্তর্জাতিক মানের নৌবন্দর: শ্রম উপদেষ্টা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

অন্তর্বর্তীনকালীন সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিশোরগঞ্জের ভৈরবে বিশ্বব্যাংকের অর্থায়নে ৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নৌবন্দর।

সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভৈরব বাজার নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।

শ্রম উপদেষ্টা বলেন, বন্দর নগর ভৈরব কিশোরগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ভৈরব বাজার বন্দর নগরে বেশ কয়েকদিন যাবত প্রকল্পটি নিয়ে পর্যালোচনা চলছিল। প্রকল্পটির সম্পর্কে জেনেছি। সেজন্যই আজ প্রকল্পের কাজ শুরু করার পূর্বে সরেজমিনে এসে পরিদর্শন করলাম।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন-বিআইডব্লিউটির চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটির প্রকল্প পরিচালক আয়ুব আলী, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমীন, ভৈরব সার্কেল অফিসের এএসপি নাজমুস সাকিব, উপজেলা কমিশনার (ভূমি) রিদুওয়ান আহমেদ রাফি, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ প্রমুখ।ভৈরব (কিশোরগঞ্জ), প্রতিনিধি

RA/RH
আরও পড়ুন