ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাস্তায় জুমার নামাজ পড়লেন আতিফ আসলাম!

‘বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য!’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ভারত-পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এশিয়া উপমহাদেশেও তার গানের সুর মুগ্ধ করেছে লাখো-কোটি ভক্তের হৃদয়। 

সম্প্রতি ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নিয়েছিলেন এই শিল্পী। যেখানে টানা তিন ঘণ্টা ননস্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন গায়ক। 

আতিফ যখন মঞ্চে ওঠেন, তখন ঘড়িতে ঠিক রাত ৯টা। এরপর দর্শকের সামনে গাইলেন একের পর এক গান, নাচলেন ছন্দের তালে।

আয়োজকদের ভাষ্যমতে, ১ ঘণ্টা ২০ মিনিট পারফরম্যান্স করবেন আতিফ, এমনটাই নাকি কথা হয়েছিল। কিন্তু ঢাকার দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা ৩ ঘণ্টা পারফর্ম করেছেন শিল্পী!

বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন, সেটা অনেকবার নিজেই প্রকাশ করেছেন। এবারও স্টেজে উঠেই জানালেন, ‘বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি।’

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি পাঁচতারা হোটেলে ছিলেন শিল্পী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তিনি বাংলাদেশে পা রেখেছিলেন। 

এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে বের হন হোটেল থেকে। এরপরেই বিস্ময় ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সড়কের পাশেই মাস্ক পরা অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হয় মুহূর্তেই।  

সমাজ মাধ্যমের ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনও। 

ট্রিপল টাইম কমিউনিকেশনের জনসংযোগ বিভাগ বলছে, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন গায়ক। ধারণা করা হচ্ছে, খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। 

এদিন ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে ‘তু চাহিয়ে’ গান দিয়ে পারফর্ম শুরু করেন আতিফ আসলাম।

গানটি শেষে দর্শকের উদ্দেশে আতিফ বলেন, ‘বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য। মঞ্চে উঠার পরই টেকনিক্যাল সমস্যা হয়েছিল। তবে সেটা ঠিক করে আবার শুরু করতে পেরেছি এবং ধৈর্য ধরার জন্য সবার প্রতি ভালোবাসা!’

NC
আরও পড়ুন