বিজয় দিবসে কনসার্টের ঘোষণা বিএনপি নেতা এ্যানির

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীতে কনসার্টের আয়োজন করা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এই কনসার্টের আয়োজন করেছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ’র সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এসএম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি প্রমুখ।

JA
আরও পড়ুন