কুয়াশায় আচ্ছন্ন ঢাকার আকাশ

তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ এএম

কুয়াশায় ছেয়ে গেছে ঢাকার আকাশ। আজ ভোর থেকেই কুয়াশায় ছেয়ে গেছে পুরো ঢাকা শহর সেই সঙ্গে বয়ে চলেছে মৃদু বাতাস। বাতাসের ফলে শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা বেড়েছে।

সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। সূর্যের দেখা না মেলায় রাজধানীতে চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখাচ্ছে হেডলাইট।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে এমন দৃশ্যের দেখা মিলেছে পুরো রাজধানীজুড়ে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগসহ ঢাকায় কুয়াশার ঘনত্ব বেড়েছে। সেইসঙ্গে হিমেল বাতাসের কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে আকাশ কিছুটা পরিষ্কার হলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। 

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

AHA