গত তিনদিন থেকে রাজধানীসহ সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা যেমন বেড়েছে, সর্বনিম্ন তাপমাত্রাও ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এ অবস্থা থাকতে পারে আগামীকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) পর্যন্ত। তবে আগামী ১৫ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে পারে।
সোমবার (১৩ জানুয়ারি) আবহাওয়ার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা যশোরের ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সোমবার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের শীত প্রধান এলাকাগুলোতে রোববারের চেয়ে সোমবার তাপমাত্রা বেড়েছে। সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রোববার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় রোববার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সোমবার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আবহাওয়ার বার্তা অনুযায়ী, রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা রোববার ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সম্ভাবনা