ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করায় খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের মানুষের আশা আকাঙ্খার প্রতীক পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি জানিয়েছে।

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

খাগড়াছড়িতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বাতিল করার প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলার মধুপুর এলাকায় ইউপিডিএফ সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আদিবাসী স্বীকৃতির পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের মানুষের আশা আকাঙ্খার প্রতীক পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি জানিয়েছে।

সেই সাথে এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতিপূর্ণ বহাল রাখা এবং আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, আত্মপরিচয় রক্ষার্থে অনতিবিলম্বে এনসিটিবি কর্তৃক মাধ্যমিক পাঠ্যপুস্তক বিশদভাবে লিপিবব্ধ করার উদাত্ত আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন। এছাড়া পিসিপি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বিজয় চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের পিসিপি সভাপতি প্রীতি চাকমাসহ নেতাকর্মীরা অংশ নেন। 

RA
আরও পড়ুন