২০২৮ সালের অলিম্পিক হওয়ার কথা রয়েছে লস অ্যাঞ্জেলসে। কিন্তু ভয়াবহ দাবানলে পুড়েছে লস অ্যাঞ্জেলেস। দাবানলের ভয়াবহতা এতটাই যে আদৌ ২০২৮ সালে অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
অলিম্পিক প্রতিযোগিতার জন্য নির্ধারিত ৮০টিরও বেশি ভেন্যুর কোনোটি এখন পর্যন্ত দাবানলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে, এ দুর্যোগ ইতোমধ্যেই ২৪ জনের প্রাণহানি ঘটিয়েছে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে।
গত বছর প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে মশাল তুলে দেওয়া হয়েছিল লস অ্যাঞ্জেলসের হাতে। গত সাত বছর ধরে সেখানে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর প্রস্তুতি চলছে। কিন্তু বিধ্বংসী দাবানলের পর তার আয়োজন নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতোমধ্যে মৃত্যু ঘটেছে ২৪ জনের। গৃহছাড়া অসংখ্য মানুষ।
১৭ দিন ধরে চলবে অলিম্পিক। আসতে পারেন প্রায় দেড় কোটি মানুষ। খরচ পড়তে পারে আনুমানিক সাত হাজার কোটি টাকা। অথচ নিঃস্ব অবস্থা থেকে শুরু করতে হবে। হাতে তিন বছরের সামান্য বেশি সময়। ২০২৮ সালের অলিম্পিক গলফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রিভেরা কান্ট্রি ক্লাবে। দাবানল সেখানেও চলে এসেছে। তবে বেশিরভাগ ভেন্যু হাই-রিস্ক ফায়ার জোনের বাইরে অবস্থিত।
বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি বিশ্বব্যাপী সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে চ্যালেঞ্জ তুলে ধরেছে। বিশেষ করে দাবানলের হুমকি ক্রমেই বাড়ছে এমন অঞ্চলে অলিম্পিক আয়োজন করা উচিত কি না, প্রশ্ন উঠছে তা নিয়ে।
স্কেমা বিজনেস স্কুলের স্পোর্ট অ্যান্ড জিওপলিটিকাল ইকোনমি বিভাগের অধ্যাপক সাইমন চ্যাডউইক বলেছেন, ‘পরিস্থিতিটা গুরুতর এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে আপনাকে ভাবতেই হবে যে এ রকম পরিস্থিতি হয়তো অলিম্পিক চলাকালেও ঘটতে পারে।’
তথ্য অনুসারে, ২০২৮ অলিম্পিক চলাকালীন একই ধরনের কোনো বিপর্যয়ের সম্ভাবনা খুবই কম। ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থা ক্যালফায়ারের তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে কোনো দাবানল এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ২০টি ভয়াবহ দাবানলের তালিকায় স্থান পায়নি।
সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক বিল ডেভেরেল বলেছেন, এই দুর্যোগ ২০২৮ অলিম্পিকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করবে।
পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক ডিয়ারসন অলিম্পিক প্যারিসে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, ‘তারা প্যারিসে ফিরে যেতে পারে। এটি দুর্ভাগ্যজনক হবে। তবে আমি নিশ্চিত যে আইওসি’র কোনো একটি কমিটি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে।’
প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেস এর আগে সফলভাবে দুটি অলিম্পিক আয়োজন করেছে। ১৯৩২ এবং ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজন করা হয়েছিল লস অ্যাঞ্জেলসে। দাবানলের প্রভাবে অলিম্পিকের প্রস্তুতিতে কোনও প্রভাব পড়বে কিনা তা নিয়ে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক কমিটি এখনো কোন মন্তব্য করেনি। সূত্র: নিউইয়র্ক পোস্ট
দাবানল ঠেকাতে যুক্তরাষ্ট্রের পাশে কানাডা-মেক্সিকো
পাঁচদিনেও নিয়ন্ত্রণহীন লস অ্যাঞ্জেলেসের দাবানল
লস অ্যাঞ্জেলেসে দাবানল: হলিউডের অনেক তারকার বাড়ি ধ্বংস
যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ছে দাবানল