টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কর্মীরা।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন তারা। এরপর তারা সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরা জানান, গত ৩১ মে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় হলেও— এজেন্সি অজানা কারণে তাদের সে দেশে পাঠাতে পারেনি। এর মধ্যে একাধিকবার সরকারের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও অনেকেই টাকা ফেরত পায়নি। অভিযোগ জানানোর পরও এর কোনো সুরাহা হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
রাকিবুল ইসলাম নামক এক শ্রমিক বলেন, টাকা দিয়ে দুই বছর সময় পার করেও মালয়েশিয়া যেতে পারিনি, আমরা আর মালয়েশিয়া যেতে চাই না, আমাদের টাকা ফেরত চাই। সিন্ডিকেটের ১০০ এজেন্সির লাইসেন্স বাতিল করে মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং বিদেশে পলাতক মালিকদের পাচার করা টাকা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দিতে হবে।
এ সময় আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাঈন উদ্দীন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেব। উপদেষ্টাদের কেউ এসে আমাদের সঙ্গে আলাপ-আলোচনা না করলে আমরা দিনব্যাপী কর্মসূচি পালন করব।’
বিক্ষোভকারীদের দাবি
• ২০২৪ এর ৩১ মে যারা যেতে পারেননি সবাইকে নিয়ে যেতে হবে
• যাদের ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার হয়নি, তাদের সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে
• ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে
• সরকার থেকে আমাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার দিন ও তারিখ ঠিক করতে হবে
টিকা না পেয়ে মধ্যপ্রাচ্যগামীদের সড়ক অবরোধ