আগামী ছয় মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ করে জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অন্তরবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের মানুষ চায় নির্বাচন। আমরাও মনে করি সংস্কার কমিশনের সংস্কারের প্রস্তাবগুলো বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করে ছয় মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ করতে পারবেন। আর এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভোলা সরকারি স্কুল মাঠে জামায়াত ইসলামী ভোলা শাখার কর্মী সম্মেলন এসব কথা বলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি।
তিনি বলেন, কেউ কেউ অস্থির হয়ে বলছে সংস্কার দরকার নেই, সংস্কার হলো কন্ট্রিনিউয়াস প্রসেস। সংস্কার আর নির্বাচন একসাথে হবে। এই কথার মধ্যেও আমরা অন্য গন্ধ পাই।
ওরা ডামি নির্বাচনের মত ব্যালট বাক্স ভর্তি করতে চায় বলে মন্তব্য করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকারের প্রতিটি বিভাগ দুর্নীতিগ্রস্থ হয়েছে। এত অল্প সময় সংস্কার করা সম্ভব নয়, এটি নির্বাচিত জনগণের সরকার যখন ক্ষমতায় আসবে, তখন তারা ওই সংস্কার করবে। তবে নির্বাচনের সাথে জড়িত পুলিশ, ইলেকট্রোলার সিস্টেম, জুডিশিয়ালি, সিভিল প্রশাসনসহ সাতটা প্রতিষ্ঠানের সংস্কার না করে কখনোই কোন নির্বাচন নিরপেক্ষ হবে না।
জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. হারুন অর রশিদের সঞ্চালনায় সম্মেলনে অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জহির উদ্দিন মোহাম্মদ বাবার, কেন্দ্রীয় নেতা ড. আ জ ম ওবায়েদুল্লাহ বক্তব্য রাখেন। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন-একেএম ফখরুদ্দিন খান রাযী, মাওলানা ফজলুল করীমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
