সাত কলেজের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বতন্ত্রভাবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। অন্যথায় কমপ্লিট শাটডাউনের পাশাপাশি তিতুমীর টু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে মিছিল করেছেন। স্লোগানে স্লোগানে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য সরকারি সাত কলেজের সামনে ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে তিতুমীর কলেজ প্রাঙ্গনে এ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) রাতের ঘটনায় একটি মহল শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।
গেল রাতে ঢাবিতে সংঘাতের পর নিজেদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি তাদার। বেলা ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এমন আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আলোচনায় বসেছেন কলেজের অধ্যক্ষ এবং ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
চার ঘণ্টার আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের