মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শিগগিরই’ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি এ ঠক করবেন বলে সোমবার (২৭ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আলজাজিরা এক প্রতিবেদনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
টাইমস অফ ইসরাইল জানিয়েছে, নেতানিয়াহু আগামী রোববার (২ ফেব্রুয়ারি) দেশে ফিরে আসার আগেই ওয়াশিংটন সফরের পরিকল্পনা করছে।
ফিলিস্তিনিদের গাজা খালি করার আহ্বানের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি চান ফিলিস্তিনিরা এমন এমন একটি অঞ্চলে বসবাস করুক যেখানে তারা কোনো বাধা, বিপ্লব এবং সহিংসতা ছাড়াই বাস করতে পারে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি গাজা উপত্যকার দিয়ে তাকিয়ে দেখুন, এটি এত বছর ধরে নরক হয়ে আছে।’
ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি মনে করে মিশর এবং জর্ডান গাজাবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তার অনুরোধ মেনে নেবে।
এই অবস্থানের অর্থ কি তিনি দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বাস করেন না- জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘অদূর ভবিষ্যতে’ নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে তারা আলোচনা করবেন।
ইউরোপ পাল্টে দিতে চান ট্রাম্প!