গাজায় চুক্তির তিন মাস

১৩০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:২০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ‘কাগজ কলমে’ যুদ্ধবিরতি চলছে। ২০২৫ সালের ১০ অক্টোবর সে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৩০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এর মধ্যে ৪৩০ বার বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো এবং ৬০০ বারের বেশি বোমাবর্ষণ বা গোলাবর্ষণের ঘটনা রয়েছে।

আলজাজিরার প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, অন্তত ৬৬ বার ‘ইয়েলো লাইন’-এর বাইরে আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। ২০০ বারের বেশি মানুষের ঘরবাড়ি ধ্বংস করেছে। এ ছাড়া গত এক মাসে গাজা থেকে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েল গাজা উপত্যকায় অত্যাবশ্যক মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রেখেছে এবং বিভিন্ন এলাকায় বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করছে।

গত ২৯ সেপ্টেম্বর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প ২০ দফা শান্তি প্রস্তাব উন্মোচন করেন, যা ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। প্রস্তাবনায় গাজায় আটক থাকা অবশিষ্ট বন্দিদের মুক্তি, অবরুদ্ধ উপত্যকায় সম্পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি অন্তর্ভুক্ত রয়েছে।

 

HN
আরও পড়ুন