যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এটিকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি চাইলে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যেত বলেছেন তিনি। খবর বিবিসির।
তিনি বলেন, খারাপ এই পরিস্থিতি প্রতিরোধ করা উচিত ছিল। এমনকি হেলিকপ্টারটি কেন উপরে বা নিচে গেল না, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছিলেন, তাকে এই ঘটনার বিষয়ে ‘পুরোপুরি ব্রিফ করা হয়েছে’। পরে দুর্ঘটনার চার ঘণ্টারও কম সময় পরে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে পোস্ট করেন।
সেখানে ট্রাম্প বলেন, ‘বিমানটি বিমানবন্দরে যাওয়ার নিখুঁত এবং রুটিন লাইনেই ছিল। তবে হেলিকপ্টারটি দীর্ঘ সময়ের জন্য সরাসরি বিমানে দিকেই যাচ্ছিল। এটি পরিষ্কার রাত, বিমানের আলোও জ্বলছিল। তাহলে কেন হেলিকপ্টারটি ওপরে বা নিচে গেল না, বা অন্যদিকে ঘুরলো না কেন।’
তিনি আরও বলেন, ‘কন্ট্রোল টাওয়ার কেন হেলিকপ্টারকে কি করতে হবে তা না বলে তারা বিমানটি দেখেছে কিনা জিজ্ঞাসা করল। এটি এমন এক খারাপ পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে এটি প্রতিরোধ করা উচিত ছিল। ভালো কিছু নয়!’
এর আগে বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সৈন্য ছিলেন।
হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা গেলেও আমেরিকায় বিবিসির পার্টনার সিবিএস নিউজকে পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে।
ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং নৌকাগুলো নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে কাজ করছে। এফএএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২, যা কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করেছিল।
হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষে ১৮ মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ২০ লাখ সরকারি কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব ট্রাম্পের