ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাসায় ফিরছেন সাবিনা ইয়াসমিন

দীর্ঘ এক বছরের বেশি সময় পর গত শুক্রবার (৩১ জানুয়ারি) গান গাইতে মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। সোয়া এক ঘণ্টা গানও গেয়েছিলেন। আমন্ত্রিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন সেই গান। এর মধ্যে হঠাৎই মঞ্চে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন আছেন কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। বর্তমানে গায়িকার শারীরিক অবস্থা উন্নতির দিকে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাসায় ফিরতে পারেন তিনি।

সংবাদ মাধ্যমকে সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানিয়েছেন, ‌‌‘আম্মুর অবস্থা এখন ভালো। আজকে বাসায় ফেরার কথা রয়েছে। ডাক্তাররা এখন পর্যন্ত ইতিবাচকই বলছেন।’

দীর্ঘ এক বছরের বেশি সময় পর গত শুক্রবার (৩১ জানুয়ারি) গান গাইতে মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। সোয়া এক ঘণ্টা গানও গেয়েছিলেন। আমন্ত্রিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন সেই গান। এর মধ্যে হঠাৎই মঞ্চে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। বনানীর পাঁচ তারকা হোটেল থেকে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। সেই হাসপাতালেই এখন আছেন শিল্পী।

সাবিনার ঘনিষ্ঠজন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ বলেন, ‘সাবিনা আপা ঠিকঠাক আছেন। আপাতত কোনো সমস্যা নাই যদি, তারপরও চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন। গতকালই সিদ্ধান্ত হয়েছে, আজ বিকেলে তিনি বাসায় ফিরতে পারবেন।’

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন। খ্যাতিমান এই গায়িকা তার মায়াবী কণ্ঠ দিয়ে বাংলা সংগীতকে যেমন সমৃদ্ধ করেছেন, পুরস্কারও পেয়েছেন অনেক। সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেয় একুশে পদক। 

১৯৯৬ সালে পান স্বাধীনতা পুরস্কার। সেরা কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এ ছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন অসংখ্য পদক ও সম্মাননা।

NC
আরও পড়ুন