৬ ফেব্রুয়ারি মধ্যরাতে তাসফিকুর রব নামের এক ব্যাক্তি ফেসবুকে আওয়ামী লীগ এর জুম মিটিং রুম আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করেছেন, যাতে বিপুল সংখ্যক অপ্রত্যাশিত অংশগ্রহণকারী যোগদান করতে পারে।ফলে বিএএল সদস্যদের মধ্যে ব্যাপক ট্রোলিং এবং হতাশা দেখা দেয় । বিভিন্ন ফেসবুক প্রোফাইল ও পেজে তাকে বাংলার ব্যাটম্যান বলতে দেখা যায়।

তাসফিকুর রব পূর্ণোতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী উপদেষ্টা। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, কলেজ রিপাবলিকান ছাত্র শাখার রাষ্ট্রীয় রাজনৈতিক পরিচালক এবং পূর্বে স্টেট ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করছেন যা তার ফেসবুকে প্রোফাইল থেকে জানা যায়।
