জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত চারজন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তারা হলেন- ইয়ামিন, মো. রমজান, সালমান ও জুবায়ের। তারা সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের ‘বিজি ০৫৮৪’ ফ্লাইটে তারা দেশে ফেরেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংখ্যা কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে তাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। সিঙ্গাপুরের চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং দেশে তাদের পূর্ববর্তী চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের কারো নতুন করে অপারেশনের প্রয়োজন নেই।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা নিশ্চিতের কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৩৮ জন আহতকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন