বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সদ্য গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে পাঠ করা হয় গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে। এরপর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।
এরই মধ্যে সমাবেশস্থল ও আশপাশের এলাকা হাজার হাজার ছাত্র-জনতার অংশগ্রহণে পূর্ণ হয়ে উঠেছে। সমাবেশের নির্ধারিত অংশের বাইরে দক্ষিণ প্লাজার সামনের অংশে খামারবাড়ি পর্যন্ত প্রায় পুরো সড়কেই অবস্থান রয়েছে মানুষের।
এছাড়া ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত বেশ কয়েকজন রাজনৈতিক নেতা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন।
সবশেষ তথ্যমতে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এসেছেন অনুষ্ঠানে। বিএনপি নেতাদের মধ্যে আছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আহমেদ আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, এবি পার্টির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. দিদারুল আলম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আশরাফ আলী আকন্দ, জমিয়তে ওলামায়ে ইসলামের সহসভাপতি আবদুর রব ইউসুফিও উপস্থিত হয়েছেন।
‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ: যোগ দিয়েছেন যে সব নেতারা
নতুন দলের কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নেই: রিজওয়ানা
‘জাতীয় নাগরিক পার্টি’র সমাবেশ চলছে, লোকারণ্য মানিক মিয়া এভিনিউ