ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মহানবী (সা.) এর সাত সন্তানের জন্ম ও মৃত্যু

ছেলে ইবরাহিম ছাড়া নবিজির (সা.) সব সন্তানেরই জন্ম হয়েছিলো হজরত খাদিজার (রা.) গর্ভে।

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১১:১৯ এএম

মুসলমানদের কাছে নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সহধর্মিণী বা স্ত্রীদের বিশেষ মর্যাদা রয়েছে। বিভিন্ন সময়ে নবিজি (সা.) এর মোট ১১ জন স্ত্রী ছিলেন। হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.) ছিলেন তার প্রথম ও সবচেয়ে প্রিয়তমা স্ত্রী। ছেলে ইবরাহিম ছাড়া নবিজির (সা.) সব সন্তানেরই জন্ম হয়েছিল হজরত খাদিজার (রা.) গর্ভে।

মুহাম্মাদ (সা.) এর সন্তানদের মধ্যে রয়েছে ৩জন ছেলে ও ৪জন মেয়ে। সাধারণ দৃষ্টিভঙ্গি হল সবাই মুহাম্মাদের প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়ালিদের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কেবল একটি ছেলে সন্তান ব্যতীত, যিনি মারিয়া আল-কিবতিয়ার গর্ভে জন্মগ্রহণ করেন।

নবিজির (সা.) প্রথম সন্তানের নাম ছিল কাসেম। তার নামেই নবিজির কুনিয়ত হয় ‘আবুল কাসেম।’ কাসেম শিশু অবস্থায় মারা যান। কাসিম ইবনে মুহাম্মাদ ৫৯৮ খ্রি. জন্ম গ্রহণ করেন এবং ৬০১ খ্রি. মাত্র ৩ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

জয়নব বিনতে মুহাম্মাদ (৫৯৯ খ্রি. জন্ম গ্রহণ করেন এবং ৬২৯ খ্রি. মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

রুকাইয়াহ বিনতে মুহাম্মাদ (৬০১ খ্রি. জন্ম গ্রহণ করেন এবং ৬২৪ খ্রি. মাত্র ২৩ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

উম্মে কুলসুম বিনতে মুহাম্মাদ (৬০৩ খ্রি. জন্ম গ্রহণ করেন এবং ৬৩০ খ্রি. মাত্র ২৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

ফাতিমা বিনতে মুহাম্মাদ (বিতর্কিত জন্মতারিখ), (৬০৫ খ্রি. জন্ম গ্রহণ করেন এবং ৬৩২ খ্রি. মাত্র ২৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ, (৬১১ খ্রি. জন্ম গ্রহণ করেন এবং মৃত্যু : ৬১৫ খ্রি. মাত্র ৪ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

ইব্রাহিম ইবনে মুহাম্মাদ, (৬৩০ খ্রি. জন্ম গ্রহণ করেন এবং ৬৩২ খ্রি. মাত্র ২ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

রাসুল (সা.) এর ছোট মেয়ে ফাতিমা (রা.) অত্যন্ত প্রসিদ্ধ, আলীর (রা.) স্ত্রী ও হাসান ও হোসাইনের (রা.) মা। রাসুল সা.-এর ওফাতের সময় একমাত্র তিনিই জীবিত ছিলেন। রাসুল সা.-এর ওফাতের ছয় মাস পর তিনি মৃত্যুবরণ করেন।

AHA
আরও পড়ুন