ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্বামীকে 'ভাই বা স্ত্রীকে 'বোন' বলা যাবে কি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম

স্বামী-স্ত্রী জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না সবকিছু একসঙ্গে ভাগ করেন। অনেকেই দীর্ঘ সময়ের সম্পর্কের ঘনিষ্ঠতার কারণে একে-অপরকে মিষ্টি বা আদুরে নামে ডাকেন। তবে দেখা যায়, কেউ কেউ ভালোবেসে স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। ইসলাম এই ধরনের সম্বোধন অনুমোদন করে কি না এ নিয়ে জানানো হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ।

জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ জানান, ভালোবেসে স্ত্রীকে বোন বলে ডাকা বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা মাকরুহ। কেননা হাদিস শরীফে এ বিষয় থেকে নিষেধ করা হয়েছে।

হজরত আবু তামীমাহ আল-হুজাইমী (রা.) সূত্রে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, ‘হে আমার বোন’। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরূপ সম্বোধনকে অপছন্দ করলেন এবং এরূপ করতে নিষেধ করলেন। (আবু দাউদ)

ইয়াহইয়া শহিদ বলেন, এ হাদিসকে সামনে রেখে ইমামগণ ফাতাওয়া দিয়েছেন, স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা মাকরুহ। একইভাবে স্বামীকে ভাই বলে সম্বোধন করাও অনুচিত। (ফাতহুল কাদির : ৪/৯১, ফাতাওয়া হিন্দিয়া : ১/৫০৭, রদ্দুল মুহতার : ৩/৪৭০)

সুতরাং স্বামী স্ত্রীকে বোন বা স্ত্রী স্বামীকে ভাই সম্বোধন করা থেকে বিরত থাকতে হবে। তবে কেউ এমনটা করে ফেললে এ কারণে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

NB/SN
আরও পড়ুন