ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রমজানে দোয়া কবুলের বিশেষ সময়গুলো কখন?

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১১:৪৫ এএম

পবিত্র রমজান মাস দোয়া কবুলের উপযুক্ত সময়। তবে নির্ধারিত কিছু বিশেষ সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা ফিরিয়ে দেন না। তাই প্রত্যেক রোজাদারের উচিত সেই সময়গুলোতে দোয়া করা।

খবর সংযোগের পাঠকদের জন্য রমজানে দোয়া কবুলের বিশেষ সময়গুলো তুলে ধরা হলো -

ইফতার সামনে নিয়ে
রোজাদার ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, নবী (সা.) বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশাহর দোয়া এবং জালিমের বিপক্ষে মজলুমের দোয়া। (মুসনাদে আহমদ)

সেহরির সময়
প্রিয় নবী (সা.) বলেন, মহান আল্লাহ প্রতি রাতের তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো, আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো, আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবে তিনি ফজরের ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকেন। (বুখারি, মুসলিম)

ফজরের পর
রমজানে ফজরের নামাজের পরে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন। কিন্তু এ সময় দোয়া করলে তা কবুল হয়।

হযরত আবু উমামা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসুলকে (সা.) কোন সময় দ্রুত দোয়া কবুল হয় মর্মে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, রাতের শেষ প্রহর এবং ফজরের পর। (সুনানে তিরমিজি: ৩৪৯৮ )

SN/AHA
আরও পড়ুন