ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রথম দল হিসেবে বিশ্বকাপে জাপান  

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০১:৫৫ এএম

আয়োজক হিসেবে আগেই কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র আগামী বছরের বিশ্বকাপে খেলতে যাচ্ছে। তাদের বাইরে প্রথম দেশ হিসেবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটল জাপান।

সাইতামায় বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল সামুরাই ব্লুরা।

ক্রিস্টাল প্যালেসের দাইচি কামাদা ও রিয়াল সোসিয়েদাদের তাকেফুসা কুবো দ্বিতীয়ার্ধে গোল করেন। তাতেই এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ হাতে রেখে মূল পর্বে জাপান।

৪৮ দলের বিশ্বকাপে এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে আটটি দল অংশ নেবে। আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে আরেকটি অতিরিক্ত দল এই মহাদেশ থেকে টিকিট পেতে পারে।

২০২২ সালের বিশ্বকাপে হাজিমে মরিয়াসুর জাপান শেষ ষোলোতে পৌঁছে গিয়েছিল। কাতারের আসরে পেনাল্টি শুটআউটে ক্রোয়েশিয়ার কাছে হারে তারা।

MMS
আরও পড়ুন