ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে কি?

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১০:৫৮ এএম

অনেকের রোজা অবস্থায় ওষুধ ব্যবহার করতে হয়। এর মধ্যে দিনেও ওষুধের অংশ হিসেবে চোখে ড্রপ দিতে হয়। রোজা অবস্থায় চোখে ড্রপ দিলে কি রোজা ভেঙে যাবে?

রোজা রেখে চোখে ড্রপ বা তরল ওষুধ ব্যবহার করা যাবে। এতে রোজা ভাঙবে না। এটি পানাহারের অন্তর্ভুক্ত নয়। এর দ্বারা পানাহারের উদ্দেশ্যও পূরণ হয় না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, চোখ থেকে সরাসরি কিছু পাকস্থলীতে পৌঁছার কোনো পথ নেই। তাই রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে। যদিও এটি গলায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে হাদিসে সরাসরি বিষয়টি থাকার কারণে ফকিহরা এটিকে জায়েজ বলেছেন।

রাসুলুল্লাহ (সা.) রোজা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করেছেন। চোখে ড্রপ ব্যবহারের বিষয়টি চোখে সুরমা দেওয়ার মতোই। আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) রোজা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করেছেন। (ইবনে মাজাহ, হাদিস : ১৬৮৭)

আনাস (রা.) বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল, আমার চোখে অসুখ। আমি কি রোজা অবস্থায় সুরমা ব্যবহার করব? রাসুলুল্লাহ (সা.) বললেন, হ্যাঁ, ব্যবহার করো। (তিরমিজি)

সুতরাং যারা চোখের রোগে আক্রান্ত তাদের জন্য রোজা রেখে ড্রপ বা সুরমা ব্যবহারে কোনো বাধা নেই। এতে রোজা ভাঙবে না। এমনকি রোজা মাকরুহও হবে না।

JA
আরও পড়ুন