ঢাবি উপাচার্য বাসভবনের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গায়েবানা জানাজা ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়েছেন।
রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে জানাজা শেষে শিক্ষার্থীরা এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলুষিত করতে একদল স্বার্থান্বেষী মহল চক্রান্ত করছে। অবিলম্বে এই প্লাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করা প্রয়োজন। যাতে এই প্লাটফর্ম ব্যবহার করে আর কেউ নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে।
