ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬ কোটি রুপিতে আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ

আপডেট : ১৪ মে ২০২৫, ০৫:৩৫ পিএম

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান হঠাৎ করেই ডাক পেয়েছেন চলতি আসরের জন্য। দিল্লি ক্যাপিটালস দলটি স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তাকে।

আজ মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, তারা অস্ট্রেলিয়ান ওপেনার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে। মুস্তাফিজের দলভুক্তির চুক্তি হয়েছে ৬ কোটি ভারতীয় রুপিতে।

আইপিএলের শুরুতে আয়োজিত মেগা নিলামে নাম থাকলেও সেবার অবিক্রিত থেকে যান মুস্তাফিজ। দীর্ঘদিন আইপিএলের কোনও দলের আগ্রহ না থাকলেও শেষদিকে এসে আবার আলোচনায় ফিরলেন তিনি। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে না থাকলেও শেষ দিকে দলকে সঠিক গতিতে এগিয়ে নিতে মুস্তাফিজের অভিজ্ঞতা কাজে আসতে পারে।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদে আইপিএল অভিষেকের পর মুস্তাফিজ খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের হয়েও।

এখন অব্দি আইপিএলে সাত মৌসুমে খেলেছেন এই বাঁহাতি পেসার। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। দলটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন এই পেসার। ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নেন ১৭ উইকেট। হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও জিতেছিলেন তিনি।

এখন মুস্তাফিজই বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সময়ের বাজারদরে চার কোটি টাকার মতো।

১৭ মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর নতুন করে ঘোষিত হয়েছে সূচি।

আরও পড়ুন