ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্পের কাতার সফর: মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক বার্তা

আপডেট : ১৪ মে ২০২৫, ০৬:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারদিনব্যাপী মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে কাতারে পৌঁছেছেন। এর আগে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এবং বৈঠক শেষে যুক্তরাষ্ট্র কর্তৃক সিরিয়ার উপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

রিয়াদে সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, সিরিয়াকে আবারও মহান হওয়ার সুযোগ দিতে হবে। এখন সময় এসেছে বন্ধনের পরিবর্তে সেতু নির্মাণের।

এই মন্তব্যের পরপরই হোয়াইট হাউসের সাবেক প্রশাসনের পক্ষ থেকে সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যিক ও ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা আসে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সিরিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পুনর্গঠনের সুযোগ করে দিতে পারে।

বৈঠকে ট্রাম্প আহমেদ আল-শারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান। সূত্রমতে, সিরিয়া-ইসরায়েল বিরোধ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার একটি মূল কারণ হিসেবে বিবেচিত। ট্রাম্প এই অচলাবস্থা ভাঙতে আগ্রহী বলে জানান: ‘শান্তির ভবিষ্যৎ নিশ্চিত করতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বাস্তবধর্মী সমঝোতা প্রয়োজন। আমিই সেই উদ্যোগের সূচনাকারী হতে চাই।’

রিয়াদে গালফ কোঅপারেশন কাউন্সিল (GCC)-এর নেতৃবৃন্দের সাথে বৈঠকে ট্রাম্প পুনরায় ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা উত্থাপন করেন, তবে একটি কঠিন শর্ত যুক্ত করে: ‘আমরা আলোচনার পক্ষে, কিন্তু ইরান যদি সন্ত্রাসবাদে অর্থায়ন অব্যাহত রাখে, তবে কোনো সমঝোতার পথ খোলা থাকবে না।’

তিনি এও বলেন, উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের সময় এসেছে।

Raj/AHA
আরও পড়ুন