ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইপিএল খেলতে যেতে পারবেন তো মুস্তাফিজ?

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:৫৬ পিএম

হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের চলতি আসরের বাকি অংশের জন্য তাকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এই রোমাঞ্চকর খবরের মাঝেই তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা-আসলে কি আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজ?

আইপিএলের ইতিহাসে এবারই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার এত বেশি অর্থে দলে জায়গা পেলেন। ২০২২ ও ২০২৩ সালে দিল্লির হয়েই খেলেছিলেন মুস্তাফিজ। এবার ফের সেই পুরনো ঠিকানায় ফিরলেন ‘কাটার মাস্টার’। দিল্লি তাদের সোশ্যাল মিডিয়ায় ১৪ মে বিকালে আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দেয়। জানা গেছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোয়, তার বিকল্প হিসেবে দলে নেওয়া হয় মুস্তাফিজকে।

একই সময়ে বাংলাদেশ জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতে খেলতে যাচ্ছে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ও ১৯ মে শারজাহতে অনুষ্ঠিত হবে এই সিরিজের ম্যাচ দুটি। মুস্তাফিজও আছেন এই সফরের ১৬ সদস্যের স্কোয়াডে। জানা গেছে, আজ (১৪ মে) রাতে দলের দ্বিতীয় বহরের সঙ্গে তার আমিরাত যাওয়ার কথা।

এমন সময়ে আইপিএলে দল পাওয়া মুস্তাফিজের খেলাটা নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র বা এনওসির উপর। কিন্তু বিসিবি জানিয়েছে, এখন পর্যন্ত তারা মুস্তাফিজের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন পায়নি, এমনকি দিল্লি ক্যাপিটালসও এ বিষয়ে যোগাযোগ করেনি। ফলে তাঁর আইপিএলে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়ে গেছে।

আইপিএলের লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ-১৮, ২১ ও ২৪ মে। জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেললে ১৮ মে’র ম্যাচে মুস্তাফিজের খেলা হবে না। কিন্তু ১৯ মে’র পর তিনি চাইলে এবং বিসিবি অনুমতি দিলে বাকি দুটি ম্যাচে খেলতে পারবেন।

আইপিএল পয়েন্ট টেবিলে দিল্লি রয়েছে পাঁচ নম্বরে, ১১ ম্যাচে ৬ জয় নিয়ে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে পরের তিন ম্যাচেই জয় গুরুত্বপূর্ণ। মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলার তাই দলে জরুরি হয়ে উঠেছে দিল্লির জন্য।

আরও পড়ুন