ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে কারণে থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া

আপডেট : ১৮ মে ২০২৫, ০৮:১২ পিএম

রোববার (১৮মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  নুসরাত ফারিয়াকে আটক করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফারিয়ার দেশ ছাড়ার প্রসঙ্গে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, নুসরাত ফারিয়াকে ডিবি হেফাজতে নিলে জানা যাবে তিনি কেন দেশ ছাড়ছিলেন।

তবে নুসরাত ফারিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন। যার অ্যাপয়েন্টমেন্ট আগেই নেওয়া ছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর ফারিয়াকে হস্তান্তর করা হয়েছে রাজধানীর ভাটারা থানায়। সোমবার (১৯ মে) নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হবে।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি অভিনেত্রী ফারিয়া। তিনি ছাড়াও শোবিজের আরও ১৬ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়েছে।

বাদী এনামুল হকের দায়ের করা এ মামলায় দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছিলেন অভিযুক্তরা।

AA/FJ
আরও পড়ুন