৭৪তম মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। ১২১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট হাতে তুলে নিয়েছেন। থাইল্যান্ডের ননথাবুরি, পাক ক্রেটে অনুষ্ঠিত জমকালো মেগা ফাইনালে তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থেইলভিগ।
২১ নভেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে থাইল্যান্ডের ননথাবুরি, পাক ক্রেটে অবস্থিত ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলের প্রদর্শনী ও কনভেনশন মেগা সেন্টারে তাঁকে মিস ইউনিভার্স পরিবারের নতুন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়।

৭৪তম বার্ষিক মিস ইউনিভার্স জিতলেন মেক্সিকোর ফাতিমা বোশ। ১২১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স ২০২৫ খেতাব জিতে নিয়েছেন তিনি। থাইল্যান্ডে অনুষ্ঠিত জমকালো মেগা ফাইনালে তার মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থেইলভিগ।
২১ নভেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে থাইল্যান্ডের ননথাবুরি, পাক ক্রেটে অবস্থিত ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলের প্রদর্শনী ও কনভেনশন মেগা সেন্টারে তাঁকে মিস ইউনিভার্স পরিবারের নতুন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের প্রাভিনার সিং। এছাড়া ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন।
এবারের আসরে নাদিন আইয়ুব ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ৩০ সেমিফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিয়েছিলেন।
মোদির পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া রায়