সাম্য হত্যার ঘটনায় ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা

আপডেট : ২৬ মে ২০২৫, ০২:৪৫ পিএম

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গঠিত তদন্ত কমিটি। সোমবার (২৬ মে) সকালে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। 

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, তদন্ত কমিটির সদস্য সচিব শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর শারমীন কবীর।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন ১৪ মে সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

RA
আরও পড়ুন