ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

আপডেট : ৩০ মে ২০২৫, ১১:০৬ এএম

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি। 

এই অর্থায়নের মধ্যে ৪১ কোটি ৮০ লাখ ডলার দেওয়া হবে ‘ডেভেলপমেন্ট পলিসি লোন’ (ডিপিএল) হিসেবে, যা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা তৈরির কর্মসূচিকে সহায়তা করবে।

এছাড়া জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য আরও ৬৪ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে জাপান। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে ৪২ লাখ ডলার অনুদান দেওয়া হবে।

জাপান ও বাংলাদেশের এই নতুন অর্থনৈতিক সহযোগিতাকে দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আশাব্যঞ্জক এই সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

KK
আরও পড়ুন