২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর এ সংক্রান্ত ডকুমেন্টস দেখা যাবে অর্থ বিভাগের ওয়েবসাইটে। তথ্য অধিদপ্তর রোববার (১ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা সমাপ্তির পরপরই এ সংক্রান্ত ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।
এছাড়া ঢাকায় তথ্য অধিদপ্তর থেকে সচিবালয়ে প্রবেশে অনুমতিপ্রাপ্ত গণমাধ্যম কর্মীরা বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপি সংগ্রহ করতে পারবেন বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
আসছে নতুন বাজেটে খরচ বাড়ার শঙ্কা