আজ মঙ্গলবার (১০ জুন) লন্ডন সময় সকাল সাড়ে ৭টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (০৯ জুন) বিকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতিনিধিরা উনাকে স্বাগত জানাবেন।
আকবর হোসেন আরও জানান, মঙ্গলবার হোটেল লবিতে বেশ কয়েকটি বৈঠক করবেন তিনি। প্রধান উপদেষ্টার কর্মসূচিতে আরও কিছু যোগ হবে।
সূত্র জানায়, সকালে বিমানবন্দর থেকে সেন্ট্রাল লন্ডনের হোটেলে পৌঁছে প্রাতরাশ সেরে বেশ কয়েকটি বৈঠকের কর্মসূচি রয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যরা তার সাথে হোটেলে দেখা করবেন। এ গ্রুপের চেয়ার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম। এরপর একাধিক মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মঙ্গলবার লন্ডনে প্রেস ব্রিফিং করতে পারেন।
