অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের সূচি এখনও চূড়ান্ত হয়নি। যে কারণে লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে স্টারমারের বৈঠক অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১০ জুন) লন্ডনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সম্মেলনে প্রেস সচিব বলেন, আমরা যেটা জানতে পারছি যে কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় আছেন। কানাডা ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি জানালেন যে কিয়ার স্টারমার কানাডায় আছেন।
এরপরও তারা চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সময় ও শিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।
এর আগে, চার দিনের রাষ্ট্রীয় সফরে ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টার দিকে হিথরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি।
