ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যেই মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিৎজ’ সোমবার (১৬ জুন) দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে।
জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্র্যাফিক থেকে এ তথ্য জানা যায়। খবর রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহের শেষ দিকে রনতরীটির ভিয়েতনামের দানাং শহর পরিদর্শনের কথা ছিল।
কিন্তু একজন কূটনীতিক-সহ দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ২০ জুনের জন্য নির্ধারিত একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা বাতিল করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, হ্যানয়ের মার্কিন দূতাবাস তাকে ‘একটি জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তার’ কারণে ওই অনুষ্ঠান বাতিলের কথা জানিয়েছে।
তবে রয়টার্স এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডারের ওয়েবসাইটের তথ্য বলছে, ভারত–প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ‘নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে’ নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত সপ্তাহে দক্ষিণ সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করে।
মেরিন ট্র্যাফিকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সোমবার সকালে রণতরীটি পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছিল, যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে।
এর আগে সংবাদমাধ্যম এবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘এটা সম্ভব যে, যুক্তরাষ্ট্র (ইরান-ইসরায়েল সংঘাতে) জড়িত হতে পারে’।
প্রতিবেদন অনুসারে, ট্রাম্প আরও বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুই পক্ষের (ইরান-ইসরায়েল) মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দেখার জন্য ‘উন্মুক্ত’ থাকবেন।
এদিকে ক্রেমলিনের বিনিয়োগ-বিষয়ক দূত কিরিল দিমিত্রিভ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আলাদাভাবে বলেছেন, রাশিয়া মধ্যস্থতাকারী হিসেবে ‘মূল ভূমিকা’ পালন করতে পারে।
আমরা আমাদের অবস্থান থেকে এক চুলও সরবো না: ইরানি প্রেসিডেন্ট
ইরানের পরমাণুকেন্দ্রে হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আইএইএ
ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পরমাণু হামলা করবে পাকিস্তান