ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চোখ রাঙাচ্ছে চিকুনগুনিয়া-ডেঙ্গু

আপডেট : ২০ জুন ২০২৫, ১১:৩২ এএম

চলতি বছরে ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আক্রান্ত সবাই রাজধানীর বাসিন্দা। ১ জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত স্থানীয় একটি পত্রিকায় আক্রান্তের এই তথ্য জানিয়েছেন আইইডিসিআর’র ভাইরোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নওশের আলম।

আইইডিসিআর’র হিসাব অনুযায়ী, ২০০৮ সালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়। ২০১১ সালে ঢাকার দোহারে কিছু রোগী পাওয়া যায়। ২০১৭ সালে আবার প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর প্রায় ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়। 

সর্বশেষ ২০২৪ সালের ৬ ডিসেম্বর আইইডিসিআর জানায়, জিকায় ১১ জন ও চিকুনগুনিয়ায় ৬৭ জন আক্রান্ত।

এ দিকে, গত ১৭ জুন আইইডিসিআর অডিটোরিয়ামে আয়োজিত ‘ডেঙ্গু রোগের বাহক কীটতাত্ত্বিক জরিপ ২০২৪-২০২৫ অবহিতকরণ সভা’য় পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, একটা পরীক্ষার মাধ্যমেই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা শনাক্ত করা যায়। আলাদা পরীক্ষার প্রয়োজন হয় না। তবে এবার চিকুনগুনিয়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হচ্ছে ৪৫ শতাংশ। তবে কারও মৃত্যু হয়নি।

অপরদিকে, গত ১৮ জুন সারা দেশে ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
 
তথ্য অনুযায়ী, এই দিন সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত রোগীর সংখ্যা বেড়ে ছয় হাজার ৯২৬ এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৯৪ জন বরিশাল বিভাগে।

RA
আরও পড়ুন