ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী স্বাগতা

আপডেট : ২২ জুন ২০২৫, ১২:০৯ এএম

কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী-সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা।

থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন অভিনেত্রী। বিষয়টি জানিয়েছেন স্বাগতা নিজেই।

শনিবার (২১ জুন) রাতে নিজের ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীতে স্বাগতম মারিয়াম সর্বজয়া শানু আজাদ।’

বিয়ের এক বছরের মাথায় সুখবরটি দিয়েছিলেন স্বাগতা নিজেই। প্রথম সন্তান আগমনের খবরে দুই পরিবারের সবাই আনন্দিত বলেও তখন জানান তিনি।

তবে দেশের চিকিৎসকরা তাকে সার্জারির পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু তিনি চান নরমাল ডেলিভারি। তাই থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন এই তারকা। গণমাধ্যমকে অভিনেত্রী জানান, গেল দুই মাস ধরেই থাইল্যান্ডে আছেন তিনি।

গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে।

হাসান আজাদ সংগীত জগতের সঙ্গেই জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

MMS
আরও পড়ুন