ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানের ‘কুখ্যাত’ এভিন কারাগারে ইসরায়েলের হামলা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:৪২ পিএম

ইরানের তেহরানে ‘কুখ্যাত’ এভিন কারাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাহিনী। বিমান হামলার পর ওই কারাগারে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। সোমবার (২৩ জুন) এই হামলা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের বিমান বাহিনীর চালানো এ হামলায় কোন হতাহত হয়েছে কিনা বা কতটা ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। 

এই কারাগারে অনেক রাজনৈতিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে দ্বৈত নাগরিকত্বের আছেন অনেকে। যাদের ইসলামিক প্রজাতন্ত্র প্রায়ই পশ্চিমা দেশগুলোর সাথে বন্দি বিনিময় করে থাকেন। 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরায়েলের হোম ফ্রন্টে আক্রমণ করার জন্য ইরানি একনায়ককে পূর্ণ শক্তি প্রয়োগের মাধ্যমে শাস্তি দেয়া হবে।’

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)  দাবি করেছে, এই হামলায় আইআরজিসির বহু সদস্য নিহত হয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে এখনও হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেওয়া হয়নি।

এভিন কারাগার কেন কুখ্যাত

এভিন কারাগার ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে এটি ইরানের সবচেয়ে কুখ্যাত বন্দিশালায় পরিণত হয়েছে। এটি মূলত রাজনৈতিক বন্দী, সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী, দ্বৈত নাগরিক ও গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত বিদেশি নাগরিকদের আটক রাখার জন্য ব্যবহৃত হয়।

এই কারাগারে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যার মধ্যে নির্যাতন, মারধর, বৈদ্যুতিক শক, ভুয়া মৃত্যুদণ্ড, দীর্ঘস্থায়ী নির্জন কারাবাস, জোরপূর্বক স্বীকারোক্তি ও যৌন নির্যাতনের মতো ঘটনা উল্লেখযোগ্য। ২০২২ সালের অক্টোবরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে কারাগারের বিশৃঙ্খল পরিস্থিতি ও বন্দীদের সুরক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতার প্রমাণ মেলে।

AA/AHA
আরও পড়ুন