কাতারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানি হামলা প্রতিহত

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৬:২০ এএম

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার (২৩ জুন) কাতারের আল উদেইদ ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ও কাতারের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও কাতারের বাহিনীর পেশাদার, দক্ষ, দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়ার ফলে প্যাট্রিয়ট ব্যাটারি দিয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো মার্কিন বা কাতারের সেনা সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড।

khk