যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)। পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয়। কেবল ৬ থেকে ৯ মাসের জন্য পিছিয়ে যেতে পারে।
এই তথ্য ফাঁসের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্যকে মিথ্যা দাবি করে উড়িয়ে দিয়েছেন তিনি।
ট্রুথ সোশালে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ফেক নিউজ সিএনএন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে একত্রিত হয়ে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের মানহানি করতে চাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে! টাইমস আর সিএনএন দুটোই জনসাধারণের কাছ থেকে তীব্র সমালোচনা পাচ্ছে!’
ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
ফক্স নিউজকে তিনি বলেন, ‘এটা জঘন্য, এটা রাষ্ট্রদ্রোহিতা। এ নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারা দায়ী, তাদের শাস্তি পেতে হবে।’
যে কোনো মুহূর্তে হামলার কঠিন জবাব দিতে প্রস্তুত ইরান
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৬ নিহত