ছাড়া পেয়েই চতুর্থ স্ত্রীকে বাইকে ঘোরালেন নোবেল

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৩:০২ পিএম

ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

এ সময় নবাগত স্ত্রী ইসরাত জাহান প্রিয়া তাকে কারাগার থেকে নিতে আসেন। কারামুক্তির পর তারা একসঙ্গে মোটরসাইকেলে কারা চত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান। এ সময় উভয়কে হাসিখুশি দেখা যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম গণমাধ্যমকে বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ সকাল সাড়ে ৯টার দিকে নোবেলকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন গায়ক নোবেল। সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি তার স্ত্রী। তিনি ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন। 

RK/AHA