ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কক্সবাজারে সাপের ছোবলে শিশু নিহত

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:৫৫ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে মোহাম্মদ হোসাইন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় মালুমঘাট হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজার শিশুটিকে সাপ ছোবল দেয়।

নিহত শিশু উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজার এলাকার সাইদের ছেলে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর বাবা সাঈদ জানান, হোসাইন বাড়ির আঙিনায় হাঁটছিল। এ সময় হঠাৎ একটি সাপ তাকে ছোবল মারলে তাৎক্ষণিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালুমঘাট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় আমার ছেলে মারা যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, সাপে ছোবল মারা ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবনতি হাওয়ায় পরিবার পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটির মৃত্যু হয়েছে। 

khk
আরও পড়ুন