ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কনার স্বামী ফেসবুক পোস্টে যা বললেন

আপডেট : ২৬ জুন ২০২৫, ০২:৫৫ পিএম

চুপিসারে ২০১৯ সালে বিয়ে করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন। দাম্পত্যের ৭ বছর হওয়ার আগেই ভেঙে গেলো ভালোবেসে বাঁধা এই সংসার। স্বামী মো. ইফতেখার গহিনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন বলে বুধবার (২৫ জুন) ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন কনা।  

তবে বুধবার রাতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোর কিছুক্ষণ পরই কনার স্বামী গহিন দাবি করেন, তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। তবে তাদের সংসার জীবনে সমস্যা চলছে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে গহিন লিখেন, যারাই কনা নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মো. ইফতেখার বলছি- এখন পর্যন্ত দিলশাদ নাহার কনাকে নিয়ে যা লিখছেন তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা ২ জনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয় তার কারণ আমাদের বহুদিন চলে আশা পারাবারিক দ্বন্দ্ব হতে পারে।

সংবাদমাধ্যমকে হুমকি দিয়ে গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন লিখেন, কোনো পরকীয়া বা এই ধরনের যত্তসব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে যদি কোনো সংবাদ প্রকাশ করেন তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। তাই সকলকে অনুরোধ- না জেনে, না বুঝে কোনো তথ্য উপাত্ত ছাড়া আর কেউ এই ধরণের সংবাদ প্রকাশ করবেন না দয়া করে।

দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন বলে বুধবার রাতে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তায় বিচ্ছেদের খবর নিজেই জানান কনা।  

ফেসবুকে এক দীর্ঘ পোস্টে কনা লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।  

AA/SN
আরও পড়ুন