ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ৩ জনের মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম

যশোর শহরে একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাইড ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুর রহমান (৩৫), প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার বাসিন্দা মিজানুর রহমান (৩৫)ও নির্মাণ শ্রমিক নূর ইসলাম (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন। 

তিনি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। এ বিষয়ে তদন্ত চলছে। নিহত তিনজনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, খড়কি সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিলে নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় কাজ চলছিল। হঠাৎ করেই বারান্দার একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে দুই ইঞ্জিনিয়ার ও এক শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিরুল ইসলাম তিনজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

AHA
আরও পড়ুন