ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীর মালিবাগে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০২:৫১ এএম

রাজধানীর মালিবাগে স্বামী-স্ত্রীর কলহের জেরে আয়েশা আক্তার (২৬) নামে এক গৃহবধূর কীটনাশক পানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. মফিজ জানান, আমি নিরাপত্তাকর্মীর কাজ করি। পারিবারিক বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। পরে আমি বাসা থেকে বেরিয়ে যাই। এরপর খবর পাই আমার স্ত্রী কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েছে। পরে অচেতন অবস্থায় দ্রুত আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের একটি দুই মাসের কন্যা সন্তান রয়েছে।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জ গ্রামে। বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনের ৩০ নম্বর বাসায় ভাড়া থাকতাম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

khk
আরও পড়ুন