বরিশালের আগৈলঝাড়ায় রাজনৈতিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইদুল খন্দকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্ব পয়সা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে তাকে বরিশাল আদালতে সোর্পদ করা হয়েছে।
গ্রেপ্তার সাইদুল খন্দকার (৪৩) উপজেলার পূর্ব পয়সা গ্রামের মৃত নেছার উদ্দিন খন্দকারের ছেলে ও আগৈলঝাড়ার বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার