ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:১৫ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। ব্রাজিলে ব্রিকস সম্মেলন থেকে ফেরার পথে জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, বৈঠকে ইসরায়েলের নিন্দা করায় সৌদি আরবের প্রশংসা করেছেন আরাগচি। বিবিসি এ তথ্য দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করেছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির দুই সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকে মোহাম্মেদ বিন সালমান ওই অঞ্চলে স্থিতিশীলতার ক্ষেত্রে যুদ্ধবিরতি অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন। এছাড়া তিনি কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপরেও জোর দিয়েছেন।

RF/AHA
আরও পড়ুন